ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের স্থান নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তা সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশস্থল নিয়ে এখনো সমঝোতা হয়নি, এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন (সমাধান) হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘ, ঘন মেঘ ঘনীভূত হয়, আবার চট করে চলে যায়।
বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে, না কি আরামবাগে পুলিশ অনুমতি দেবে- এমন প্রশ্নে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “যেটাই হোক, একটা সমঝোতায় আসবে।”
আরও পড়ুনঃ
ভারত কেমন নির্বাচন দেখতে চায় জানতে চাইলে তিনি বলেন, ‘এসব কিছু নিয়ে কথা হয়নি। অহেতুক আমি মিথ্যা কথা বলবো কেন? তবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি বলেছি যে, বিরোধী দল আন্দোলন করছে। তারা সরকারের পদত্যাগ চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচন করবে না। ১০ ডিসেম্বরে বিএনপির মহাসমাবেশ নিয়েও কথা হয়েছে। সমাবেশের স্থান নিয়ে বিএনপি অনড়, তা জানিয়েছি।’