দেশে চলমান করোনা মোকাবেলায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও দেশ-বিদেশ ভ্রমণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অহেতুক, অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের নির্দেশনা রয়েছে। সরকারের এইসব নির্দেশনা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট তৈরি হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে বাঁচানো। মানুষ বাঁচলে উন্নয়ন হবেই। তাই মানুষ বাঁচানোর স্বার্থে যে কোনও অনাকাঙ্ক্ষিত ব্যয় সংকোচনের নির্দেশ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। ইতোমধ্যেই সরকার ১০০ জন যুগ্মসচিব ও ১০০ জন উপসচিব পর্যায়ের মোট ২০০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সূত্র জানায়, করোনা সংক্রমণ ও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব ঠেকানো এবং করোনা মোকাবিলায় বিভিন্ন ব্যয় সামলাতে গিয়ে সরকার নানামুখী কৌশল গ্রহণ করছে। পাশাপাশি নতুন অর্থবছরে সরকারের পরিচালনা ব্যয় সংকোচনের মধ্যে রাখারও পরিকল্পনা চলছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের ব্যয় মোকাবিলায় সরকারের মধ্যমেয়াদি পরিকল্পনায় বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর কারণে সামষ্টিক অর্থনীতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হুমকির মধ্যে পড়েছে লাখ লাখ মানুষের আয় ও জীবন-জীবিকা।
অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় রাজস্ব আয় কমেছে। অন্যদিকে করোনা মোকাবিলা করতে গিয়ে সরকারকে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।মূলত এসবের কারণেই সরকার এবছর থেকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে।