মঙ্গলবার সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভিডিও কনফারেন্স বয়কট করেছে চীন ও রাশিয়া। তবে মস্কোর দাবি, এটি অগ্রহণযোগ্য।
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একজন সদস্য এএফপিকে জানিয়েছেন, কনফারেন্সের সময় পর্দায় রাশিয়া ও চীনের কেউ ছিল না।
ডিজিটাল প্রেস কনফারেন্সে রাশিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত ভেসিলি নেবেনজিয়া বলেন, মস্কো একটি অনুরোধ করেছে। আলোচনাটি যেন মুক্ত পরিসরে হয়।
তিনি আরও বলেন, আফসোস, নিরাপত্তা পরিষদের স্লোগান খোলামেলা এবং স্বচ্ছতা হওয়া সত্ত্বেও রুদ্ধদ্বার এই বৈঠকটি অনানুষ্ঠানিকভাবে করা হচ্ছে, যা আমাদের পশ্চিমা অংশীদার এবং তাদের সহযোগীরা মানতে নারাজ। বিশেষ করে রাসায়নিক অস্ত্র নিয়ে এ ধরনের আলোচনা অগ্রহণযোগ্য।
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন (ওপিডাব্লিউসি) এবং ইনভেস্টিগেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন টিম (আইআইটি) সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে তদন্ত করে। গত এপ্রিলে সে ব্যাপারে প্রতিবেদন প্রকাশ হয়। তাতে বলা হয়, ২০১৭ সালে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে দামেস্ক।
সিরিয়ার মিত্র দেশ রাশিয়ার মতে, সিরিয়া রাসায়নিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দিয়েছে, রাসায়নিক অস্ত্রের মজুতক্ষেত্র এবং এর উৎপাদনের যন্ত্রাংশ আগেই ধ্বংস করেছে।
সূত্র : ফা্রন্স টোয়েন্টিফোর