শনিবার (২৭ জুন) উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জ-তাহিরপুর-বিশ্বম্ভরপুর আনোয়ারপুর সড়কের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ।
ঢল ও ভারি বর্ষণে হাওর বেষ্টিত তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ শহরের সাব বাড়িরঘাট, পশ্চিমবাজার, বড়পাড়া, মল্লিকপুর, ওয়েজখালীসহ সুরমা নদীর তীরবর্তী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। করোনা ও অবিরাম বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৩২ সেন্টিমিটার বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা পয়েন্টে যাদুকাটা নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ৭২ ঘণ্টায় ভারতে চেরাপুঞ্জিতে ৯০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।