ভারতে ট্রাকে হ্যান্ড স্যানিটারের স্টিকার লাগিয়ে ট্রাকভর্তি মানুষ পাচার করছে একদল লোভী ব্যক্তি! ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ির তারাপুর গ্রামে।
জানা গেছে, কলকাতা থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করছিলেন ট্রাকভর্তি ওইসব মানুষ। এদিকে লকডাউনের কারণে যানচলাচল বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেইসাথে বিভিন্ন জায়গায় চলছে চেকিং, পুলিশি টহল।
গত কয়েকদিনে অনেক অভিজ্ঞতা হয়েছে পুলিশ সদস্যদের। তাই এবার ট্রাকের বাইরে হ্যান্ড স্যানিটাইজার স্টিকার লাগানো থাকলেও তাদের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি।
সিউড়ির তারাপুর গ্রামে ট্রাকটি ঢোকা মাত্রই সন্দেহ লাগে সিউড়়ি থানার আইসির। তিনি ট্রাকটিকে দাঁড় করিয়ে চালককে প্রশ্ন করেন। চালকের কথায় অসঙ্গতি থাকায়, ট্রাকে তল্লাশি চালান তিনি। দেখা যায়, হ্যান্ড স্যানিটাইজার নয়, মানুষভর্তি সেই ট্রাক। ছোট্ট পরিসরের মধ্যে গাদাগাদি করে বসে রয়েছেন প্রায় ২৫ জন।
পুলিশ জানায়, ডানকুনি থেকে ১৪০০ টাকা ভাড়া দিয়ে তাঁরা ঝাড়খণ্ডের দুমকায় যাচ্ছিলেন। যদিও চালক দাবি করছেন, “ট্রাকের ভিতর কী রয়েছে, তা আমি জানতাম না।
মালিক সব জানে। মালিক শুধু বলেছিল ট্রাকটিকে দুমকা পর্যন্ত নিয়ে যেতে হবে।”এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
জি নিউজ