১৪৪ মিলিয়নেরও বেশি মানুষ ভুগছেন ‘লং কোভিড’-এ


১৪৪ মিলিয়নেরও বেশি মানুষ ভুগছেন ‘লং কোভিড’-এ


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী ১৪৪ মিলিয়নেরও বেশি মানুষ ভুগছেন ‘লং কোভিডে-এ। যার মধ্যে নারীর সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংস্থাটি।

চাঞ্চল্যকর সব তথ্য উপস্থাপিত প্রতিবদনে ডব্লিউএইচও বলছে, ২০২০-২০২১ সালের মধ্যে নতুন দীর্ঘ কোভিডের ক্ষেত্রে ৩০৭ শতাংশ বেড়েছে। যার মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা দ্বিগুণ।

স্বাস্থ্য পর্যবেক্ষকরা বলেছেন, দীর্ঘ কোভিডের কারণে দীর্ঘস্থায়ী ভোগান্তি মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। এসব লক্ষণে ভুগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

আরও পড়ুন : করোনাকালে দুই বছর পিছিয়েছে এশিয়া

বেশ কিছু গবেষণায় চুল পড়াকে দীর্ঘ কোভিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, এই অবস্থা কোভিড সংক্রমণের এক থেকে দুই মাস পরে ঘটে ও ৬০ শতাংশেরও বেশি লোক এই সমস্যার মধ্য দিয়ে গেছেন।

দীর্ঘ কোভিডের কারণে আরেকটি বড় জটিলতা হলো- কানের মধ্যে গুঞ্জন সংবেদনশীলতা। কোভিড সংক্রমণের পরে অনেকের আবার ত্বকের সমস্যাও দেখা যায়।

এছাড়া দীর্ঘ কোভিড সম্পর্কিত অন্যান্য জটিলতাগুলো হলো- টাকাইকার্ডিয়া, হজম সংক্রান্ত সমস্যা, গভীর শিরা থ্রম্বোসিস ও পালমোনারি এমবোলিজম।

‘লং কোভিড’-এর লক্ষণগুলি কী কী?

  • ক্লান্তি
  • শ্বাসকষ্ট
  • বিভ্রান্তি বা ভুলে যাওয়া
  • মনোযোগের অভাব