২৭ জুন, আজকের রাশিফল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


আজ ২৭ জুন ২০২০, শনিবার। চলুন জেনে নেয়া যাক আপনার আজকের দিন কেমন যাবে:

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন কাজের অগ্রগতি। কারো সহায়তায় উপকার হবে। ব্যবসার পরিধি বাড়বে। কিছুটা অবসাদে ভুগলেও দিনের শেষে উৎফুল্ল থাকবেন। সুযোগের সদ্ব্যবহার করুন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সামাজিক যোগাযোগ বাড়বে। মানসিক চাপ কিছুটা কমবে। আয় কমবেশি বাড়বে। ব্যবসায় শুভ যোগ আছে। শিক্ষার্থীদের নতুন পথ খুলবে। সামান্য কথা বড় করে দেখবেন না।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কোনো কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। কর্মপ্রার্থীদের নতুন যোগাযোগ হবে। থেমে থাকা কাজ সচল হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে। মন ভালো রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পেশাগত কাজে সাফল্য পাবেন। ব্যবসায় জটিলতা দূর হবে। সামান্য ভুলের কারণে ক্ষতি হতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি। স্বজন বিষয়ে মতবিরোধ। আধ্যাত্মিকতায় শান্তি পাবেন।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
ঘরে সময় ভালো কাটবে। অধীন কর্মচারীর কারণে সমস্যা। সামান্য আয় বৃদ্ধি। কর্মক্ষেত্রে যোগাযোগ সুফলদায়ক হবে। ছোট ঘটনায় মানসিক শান্তি নষ্ট করবেন না।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কোনো উৎসাহবর্ধক সংবাদ পাবেন। মানসিক দুশ্চিন্তা বাড়লেও পূর্বের তুলনায় আয় ও যোগাযোগ বাড়বে। সুযোগ হাতছাড়া করবেন না। বিতর্ক এড়িয়ে চলুন।

মিথুন (২২ মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। ব্যবসায়ীরা সুযোগ কাজে লাগাতে পারবেন। অন্যের দায়িত্ব নিয়ে বিব্রত হবেন। উদাসীনতায় কাজের ব্যাঘাত ঘটবে। ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্র গতানুগতিক। বিচ্ছিন্ন ঘটনায় বিব্রত হতে পারেন। আর্থিক চাপ থাকলেও কিছু অর্থ হাতে আসবে। শত্রু বিষয়ে সাবধানতা প্রয়োজন। সঠিক সিদ্ধান্তে শঙ্কামুক্ত হবেন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সামাজিক যোগাযোগ শুভ। আটকে থাকা কাজের অগ্রগতি। বন্ধুর সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে অভিমানজনিত অশান্তি হতে পারে। নিজেই সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
বন্ধুসঙ্গ আনন্দ দেবে। কাজে দায়িত্ব বাড়বে। কোনো কাজে প্রশংসিত হবেন। কিছু অর্থ হাতে আসবে। কোনো সুসংবাদ পাবেন। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা হবে। প্রার্থনা করুন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পরিবেশ অনুকূলে থাকবে। নতুন কাজের খবর আসবে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাবে। বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। ভুল সিদ্ধান্ত নেবেন না। কাজে কৌশলী হলে সুফল পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নতুন কোনো পরিকল্পনার অগ্রগতি। আর্থিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অগ্রগতি। উচ্চ পদস্থ কেউ সহযোগিতা করবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।