২৭ দিন পর একদিনে ফ্রান্সে হাজার পেরিয়েছে আক্রান্তের সংখ্যা


corona#paperslife


শুক্রবার ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৮ জন। যা গেল ২৭ দিনের মধ্যে সর্বোচ্চ। এমনই তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ইউরোপের দেশ ফ্রান্স। চলতি মাসে সেখানে গড় আক্রান্তের সংখ্যা ৪৩০। গেল তিনদিন ধরে আক্রান্ত হচ্ছিল ৪৯৮ গড়ে।

কিন্তু শুক্রবার হঠাৎ করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিন ১ হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছে। যা ৩০ মে এর পর সর্বোচ্চ। অর্থাৎ গেল ২৭ দিনে ফ্রান্সে এতো আক্রান্ত হয়নি।

গেল ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৭৭৮ জন। বৃহস্পতিবার মারা গিয়েছিলো ২১ জন। আর বুধবার ১১ জন। গেল সাতদিনে ফ্রান্সের মৃতের গড় ১৯।