৩৯ দিন আগে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ। আর এই ৩৯ দিনে দেশটিতে আরও চার লাখ মানুষ আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে।
দেশটিতে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গসহ ৮টি রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি।
এই আটটি রাজ্য হলো মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, তেলঙ্গানা, গুজরাট, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ৮টি রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৫ শতাংশ মানুষ। সেখানে মৃত্যু হয়েছে ভারতের সব মৃত্যুর ৮৭ শতাংশ মানুষের।
কেন্দ্রের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। ৬৩,৩৯২ জন করোনা সংক্রামিত হয়েছে সেখানে। মারা গিয়েছেন ৫,০৫৪ জন। তার পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে অ্যাকটিভ রোগী ৫৬৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৪১৩ জনের।
তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা কম। সেখানে মোট আক্রান্ত ৪৯৩১ জন। মারা গিয়েছেন ৫৭৭ জন।
লকডাউন পরিস্থিতি ঠিকমত মানা হচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছিল রাজ্য সরকারের ওপর। বিজেপি করোনা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করে এক তৃণমূল নেতা বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা অন্য অনেক রাজ্য থেকে অনেক ভালো।