বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো। প্রতিবেদনটি লেখা পর্যন্ত, মৃতের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৭৮৯ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ ২০ হাজার ৫২২ জনে।
ওয়ার্ল্ডোমিটার-এর পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২,৬৪৩ জন। গত ৮ দিনে সারাবিশ্বে করোনায় মারা গেছেন ৫০ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৮২ দিন। এরপর এক লাখ মানুষ মারা যেতে সময় লেগেছে ৯০ দিন। আর পরবর্তী ১৫ দিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও এক লাখ মানুষ।
অর্থাৎ এপ্রিলে গড়ে প্রতিদিন মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ। করোনায় মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় চীন। ভাইরাসটি ইউরোপে ছড়িয়ে পড়ার পর থেকেই আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকে। ১৯ মার্চ প্রথম দিনে এক হাজার ছাড়ায় মৃত্যু। ওই দিন মারা যায় ১ হাজার ৭৯ জন।
এপ্রিলে এসে ভয়াবহ রূপ নেয় করোনা। ২ এপ্রিল প্রথমবারের মতো এক দিনে ৫ হাজার ছাড়ায় মৃত্যু। আর ১০ এপ্রিল ছাড়িয়ে যায় ১০ হাজার। ১১ জানুয়ারি প্রথম মৃত্যুর পর ২ এপ্রিল ৫০ হাজার ছাড়ায় করোনায় মুত্যু। এরপর ১০ এপ্রিল এটি ছাড়িয়ে যায় ১ লাখ। আর ১৭ এপ্রিল এসে দেড় লাখ ও ২৫ এপ্রিল ছাড়িয়ে যায় দুই লাখ। ৫ মে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো।
মহামারি এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ ও আমেরিকার মানুষ। যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখের বেশি। মারা গেছেন প্রায় ৭০ হাজার। এরপর করোনায় মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে বেশিরভাগ ইউরোপের। ইতালিতে ২৯ হাজার ০৭৯, স্পেনে ২৫ হাজার ৪২৮, ফ্রান্সে ২৫ হাজার ২০১, যুক্তরাজ্যে ২৮ হাজার ৭৩৪, বেলজিয়ামে ৭ হাজার ৯২৪, জার্মানিতে ৬ হাজার ৮৬৬ ও নেদারল্যান্ডসে মারা গেছে ৫ হাজার ৮২ জন।
চীন থেকে এ প্রাদুর্ভাব শুরু হলেও দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৪ হাজার ৬৩৩। গত ৭ দিনে চীনে মারা গেছেন একজন।
তবে এশিয়ায় ৬ হাজার ২৭৭ মৃত্যু নিয়ে চীনের উপরে রয়েছে ইরান। তুরস্কে মারা গেছে ৩ হাজার ৪৬১ জনের বেশি মানুষ। এদিকে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইরানের উপরে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার প্রায়।
এদিকে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, জাপান ও বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনায় সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে অনুযায়ী বাংলাদেশের ৬৩টি জেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশে মোট মারা গেছেন ১৮২ জন, আক্রান্ত ১০ হাজার ১৪৩। সুস্থ হয়েছেন ১ হাজার ২১০ জন।