কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে নৌযানে নতুন সর্বনিম্ন ভাড়া ৩০


কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে নৌযানে নতুন সর্বনিম্ন ভাড়া ৩০


জ্বালানি তেলের দাম কমায় নৌযানের যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়েছে। এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন এ ভাড়া কার্যকর হচ্ছে।

নৌযানের ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া  ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা করা হয়েছে। এখন প্রতি কিলোমিটারে এ ভাড়া তিন টাকা। এ ছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ কম যাত্রী নেয়ার অজুহাতে লঞ্চ ভাড়া ৬৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব

এর আগে জ্বালানি তেলের উর্ধ্বগতির কারণে গত মাসে নৌযানে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল। ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩ টাকা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া রয়েছে ২ টাকা ৬০ পয়সা।

এর আগে বুধবার জ্বালানিতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানোর কথা জানায় সরকার।