ইউরোপে করোনাভাইরাসের পুনরুত্থান!


করোনায় আক্রান্তের রেকর্ড


গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ডা. হ্যান্স হেনরি ক্লুগে

তিনি বলেন, ইউরোপের ১১টি দেশে সংক্রমণ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে রোগটির ‘অত্যন্ত উল্লেখযোগ্যভাবে পুনরুত্থান’ দেখা যাচ্ছে।

দেশগুলো হলো- সুইডেন, ইউক্রেন, আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া-হারজেগোভিনা, কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, নর্থ ম্যাসিডোনিয়া এবং মলদোভা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপীয় অঞ্চলে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৯৫ হাজারের বেশি। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া মিলে গঠিত অঞ্চলে প্রত্যেকদিন প্রায় ২০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং প্রাণ যাচ্ছে ৭০০ জনের বেশি মানুষের।

ডা. হ্যান্স হেনরি ক্লুগে বলেন, স্কুল, কয়লা খনি এবং খাদ্য উৎপাদন স্থাপনায় বিপজ্জনক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে পোলান্ড, জার্মানি, স্পেন এবং ইসরায়েল।

পুনরুত্থানের সতর্কতা সত্ত্বেও তিনি বলেন, বেশিরভাগ দেশে গ্রীষ্মের সময় পরিস্থিতি শান্ত হয়ে আসবে বলে প্রত্যাশা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: বিবিসি