বিশ্ব থেকে করোনাভাইরাস হয়তো কখনোই নির্মূল হবে না, এমন হতাশার এক খবর জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমনই এক খবর প্রচার করে।
বুধবার জেনেভায় ডব্লিউএইচও’র নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির বিশেষজ্ঞ মাইক রায়ান।
ব্রিফিংয়ে মাইক রায়ান বলেন, ‘আমার মনে হয়, আমাদের এ ক্ষেত্রে বাস্তবতা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ। এই মহামারির শেষ কোথায়, এটা কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। এ ক্ষেত্রে কোনো দিনক্ষণ নেই, কেউ আশা দিতে পারবে না। এটা আমাদের জন্য দীর্ঘ সমস্যা হিসেবে রয়ে যাবে, হয়তো কখনো নিঃশেষ হয়ে যাবে না।’
রায়ান জানান, এইচআইভি ভাইরাসের এখনো টিকা আবিষ্কার হয়নি, তাই এটি বিশ্বে রয়ে গেছে। এমনটি হলে নতুন করোনাভাইরাসকে সঙ্গী করেই বাঁচার পথ খুঁজতে হবে বলে মনে করা হচ্ছে।
করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী টিকা তৈরির যে প্রচেষ্টা চলছে তাতেও এ ভাইরাস নির্মূল হবে না বলে মনে করেন রায়ান। তার যুক্তি, হামের টিকা আবিষ্কার হয়েছে, দেওয়াও হচ্ছে, কিন্তু তাতে হাম নির্মূল হয়নি।