গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসের উৎস নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সে কারণেই এবার করোনার উৎস সম্পর্কে জানতে চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল।
চীনে বিশেষজ্ঞদের যাওয়ার বিষয়টি সে দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নিজেই নিশ্চিত করেছেন।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই দলটি বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতা করবেন এবং তাদের সঙ্গে করোনা নিয়ে আলোচনা করবেন। তবে চীনে তারা কোথায় থাকবেন বা কোন কোন জায়গায় কাজ করবেন সে বিষয়ে কিছু বলা হয়নি।
বিশেষজ্ঞদের এই দলটি অন্য কোনো অঞ্চল এমনকি অন্য দেশেও এ ধরনের খোঁজ চালাতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে, তারা বিশ্বাস করেন ভাইরাসের উৎস সন্ধান করা একটি ধারাবাহিক এবং বিকাশমান প্রক্রিয়া।
এর মধ্যে একাধিক দেশ এবং অঞ্চল জড়িত থাকতে পারে। তাই হু অন্যান্য দেশ ও অঞ্চলে প্রয়োজনমতো একই রকম পরিদর্শন করবে।