করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা!


নির্দেশনা মানলে 'লকডাউন' শিথিল: ডাব্লিউএইচও


করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। এমন অবস্থায় এ পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে আয়োজিত এক ভার্চ্যুয়াল সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

তিনি বলেন, ‘করোনা বর্তমানে গণমানুষের এক নম্বর শত্রু। তারপরও এটা আমলে নিয়ে অনেক দেশ সঠিক পথে হাঁটছে না। যদি করোনার সংক্রমণ-রোধে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে এই মহামারি সামনে এগিয়ে যেতে থাকবে এবং আরও বাজে রূপ ধারণ করবে।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৫ লাখের বেশি মানুষ।