করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করছে রাশিয়ার ভ্যাকসিন


করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে রাশিয়ার ভ্যাকসিনে


রাশিয়ার ভ্যাকসিন নেয়া সব স্বেচ্ছাসেবীর শরীরে করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষাগুলোতে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ প্রতিক্রিয়ার লক্ষণ দেখা গেছে। পরীক্ষায় অংশ নেয়া সব স্বেচ্ছাসেবীর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো অ্যান্টিবডি তৈরি হয়েছিল এবং এটার গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনো তথ্য প্রকাশ না করেই গত আগস্টে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছিল রাশিয়া।

এর পরই রাশিয়ার ভ্যাকসিন এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

আরও পড়ুন :

জাহাজ ভাড়া করে চলছে মিশন ইম্পসিবল ৭-এর শুটিং পসিবলের কাজ

কিছু পশ্চিমা বিশেষজ্ঞ রাশিয়ার কাজের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটার কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণ করার জন্য পরীক্ষাটি খুবই ছোট ছিল।

ল্যানসেটে উল্লেখ করা হয়েছে, গত জুন ও জুলাই মাসে স্পুটনিক-ভি নামের ভ্যাকসিনটির দুটি ট্রায়াল করা হয়েছিল। ট্রায়ালে অংশ নেয়া ৩৮ জন স্বেচ্ছাসেবীর প্রত্যেককে ভ্যাকসিনটির একটি করে ডোজ দেয়া হয়েছিল এবং তিন সপ্তাহ পর তাদের একটি বুস্টার ভ্যাকসিন দেয়া হয়েছিল।

১৮ থেকে ৬০ বছর বয়সী অংশগ্রহণকারীদের ৪২ দিন পর্যবেক্ষণ করা হয় এবং তাদের সবার শরীরে তিন সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল।

তৃতীয় পর্যায়ে বিভিন্ন বয়স ও ঝুঁকি শ্রেণীর ৪০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর ভ্যাকসিনটি পরীক্ষা করা হবে।

এর আগে গত মাসে, ভ্যাকসিনটি প্রয়োজনীয় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এটি তার মেয়েকে দেয়া হয়েছিল বলে জানিয়েছিলেন দেশেটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।