করোনা শনাক্তকরণের ২শ কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
বুধবার (১৩ মে) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড টেস্টিং কিট উদ্ভাবনে গবেষক দলের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ খন্দকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিট জমা দিয়ে আসেন।
এসময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান ডা. সাইফ উল্লাহ মুন্সি এ কিট গ্রহণ করেন। একই সঙ্গে কিটের পরীক্ষা বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকাও জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
এখন যেকোনো সময় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা করতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আশা প্রকাশ করেন, ৭ দিনের মধ্যে সবকিছু সম্পন্ন হবে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিটটা জমা দেয়া হয়েছে। টাকাও জমা দিয়েছি, কিটও জমা দিয়েছি। উনারা ২০০ টা চেয়েছেন। আমরা ২০০ কিট জমা দিয়েছি। আর পরীক্ষা বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা চেয়েছেন, সেটাও জমা দিয়েছি।
উনারা শুরু করছেন, আশা করি হয়ে যাবে ৭ দিনের মধ্যে। আমি আশাবাদী, দেরিতে হলেও কাজটা শুরু হয়েছে।