করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছেন পাকিস্তানের চিকিৎসকরা।
তারা বলছেন, প্লাজমা থেরাপিতে সুস্থ হয়ে উঠছেন কোভিড-১৯ আক্রান্ত রোগী। পাকিস্তানের আটটি প্রদেশের হাসপাতালে শুরু হয়েছে প্লাজমা থেরাপি।
দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অফ ব্লাড ডিজিজের প্রধান ডা. তাহির শামসি শনিবার গণমাধ্যমকে বলেছেন, আলহামদুলিল্লাহ! করোনায় আক্রান্ত রোগীকে প্লাজমা থেরাপি দিয়ে চিকিৎসায় দেওয়া প্রথম রোগীটি সুস্থ হয়ে উঠেছেন। তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
ডা. শামসি বলেন, আমি এটা পরিষ্কার করছি যে আমরা এখনও এই চিকিৎসাকে চূড়ান্ত বলে ঘোষণা করছি না। এটা কেবল মাত্র এই চিকিৎসার একটি ক্লিনিক্যাল ট্রায়াল মাত্র। ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে একাধিক সফলতার মাধ্যমে আমরা একটা অবস্থায় পৌঁছাতে পারবো। এজন্য আমাদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। ইবোলা ও সার্সের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রথম সাফল্যের পর এবার আরও ৩৫০ কোভিড-১৯ রোগীকে এ থেরাপি দেওয়া হবে। এ চিকিৎসায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হওয়া ব্যক্তির প্লাজমা সংগ্রহ করে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয়। ১২৫ বছর ধরে চিকিৎসা বিজ্ঞানে এ পদ্ধতির প্রচলন আছে।