করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত সারাবিশ্ব। এমন অবস্থায় নতুন আরেকটি ভাইরাসের আবির্ভাব! মুরগির মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভাইরাসের নাম ‘সালমোনেলা’। ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, নতুন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) জানিয়েছে, ৪২টি প্রদেশ থেকে সালমোনেলা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। মুরগির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।