যুক্তরাষ্ট্রে এক যুগের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কংগ্রেসের কাছে জরুরি অর্থ সাহায্যের আবেদন করবে হোয়াইট হাউজ। প্রাথমিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার চাইবেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
জরুরি সাহায্য চাওয়ার পাশাপাশি ট্রাম্প নিজেও দুর্যোগ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সাহায্য দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ ।
হারিকেন হার্ভি ও তারপর সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছেন ১৯ জন। টেক্সাসের বন্যা দুর্গত বিভিন্ন এলাকা থেকে অন্তত তিন হাজার ৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। ৯০ হাজারেরও বেশি লোকের জরুরি সহায়তার আবেদন মঞ্জুর করেছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
বন্যায় যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কংগ্রেসের কাছে চাওয়া অর্থ সাহায্য অপ্রতুল বল মনে করছেন অনেকে।
কয়েকদিন আগে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছিলেন, ক্ষতি কাটিয়ে উঠতে ফেডারেল সরকারের কাছ থেকে রাজ্যের ১২৫ বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন।
এদিকে, কংগ্রেস ট্রাম্পের চাহিদায় অনুমোদন দিলেও কত দ্রুত এটি ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাবে তা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা। এবারের বন্যা ট্রাম্প প্রশাসনের জন্য পরীক্ষা হিসেবে দেখছেন অনেকে। কারণ,বন্যার মাত্র কয়েকদিন আগে দুর্যোগ মোকাবেলায় সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেওয়া বেশ কিছু সুরক্ষা নীতি বাতিল করেন ট্রাম্প।