লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির পাশে হাস্যোজ্জ্বল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। না ঠিকই দেখছেন, কোন ফটোশপের কারসাজীও নয়। আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে লিবিয়ায় কি করছিলেন ক্যাটরিনা।
আসলে বলিউডে ক্যারিয়ার শুরুর আগে মডেলিং করতেন ক্যাটরিনা। প্রায় ১৫ বছর আগে লিবিয়ায় একটি ফ্যাশন শো-তে গিয়ে তৎকালীন শাসক গাদ্দাফির সঙ্গে ছবি তুলেছিলেন তিনি।
ছবিটি পোস্ট করেছেন মডেল শমিতা সিংহ। তিনিও ওই শো-এ ক্যাটরিনার সঙ্গে অংশ নিয়েছিলেন। ছবিতে রয়েছেন নেহা ধুপিয়া, অদিতি গোভিত্রিকর এবং আঁচল কুমারের মতো এক সময়ের প্রথম সারির মডেলরাও।
শমিতা লিখেছেন, “প্রায় ১৫ বছর আগে আমরা সকলে একটি ফ্যাশন শো-এ লিবিয়া গিয়েছিলাম। মিস্টার গাদ্দাফির সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। সেই ট্রিপটার কথা মনে আছে?”
যদিও পরে ইনস্টাগ্রাম থেকে পোস্টটি সরিয়ে নেন শমিতা।
এদিকে আগামী ১৪ জুলাই মুক্তি পাচ্ছে অনুরাগ বসু পরিচালিত ছবি ‘জগ্গা জসুস’। সেই ছবিতে রণবীর-ক্যাটরিনার কেমিস্ট্রি নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। তার আগে গাদ্দাফির সঙ্গে ক্যাটরিনার ছবি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বি-টাউনে।