জিলকদ মাসের ঐতিহাসিক ঘটনা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


হিজরি বছরের ১১তম মাস জিলকদ মাস মর্যাদার মাস। কুরআনের ঘোষিত সম্মানিত চার মাসের একটি জিলকদ। যে কোনো রক্তপাতমূলক কাজই এ মাসে হারাম।

ঐতিহাসিক কিছু ঘটনার জন্য জিলকদ মাস বিখ্যাত। এ মাসের ঐতিহাসিক সংক্ষিপ্ত ঘটনার বর্ণনা তুলে ধরা হলো-

এ মাসের ঐতিহাসিক স্মরণীয় ঘটনা
– কুরআনের ঘোষিত হারাম ৪ মাসের একটি হলো জিলকদ। তাই যুদ্ধবিগ্রহসহ যে কোনো রক্তপাতমূলক ঘটনা এ মাসে নিষিদ্ধ।
– এ জিলকদ মাসের প্রথম দিনই ইসলামের প্রথম সন্ধি ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয়।
– এ মাসেই ঐতিহাসিক বাইয়াতে রেদওয়ান প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে অনুষ্ঠিত হয়েছিল।
– এ মাসেই হজের বিধান এসেছে। ৮ জিলকদ মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালনকে ফরজ করা হয়েছে।
– হজরত ইবরাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম জিলকদ মাসের ২৫ তারিখ জন্ম গ্রহণ করেন।
– ঐতিহাসিক তথ্য মতে জানা যায় যে, ২৫ জিলকদ পবিত্র নগরী মক্কায় পবিত্র কাবা শরিফের প্রথম ভিত্তি স্থাপিত হয়।
– রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরি সপ্তম বছরের জিলকদ মাসে প্রথম ওমরাহ পালন করেছিলেন।
– পরবর্তীতেও এ জিলকদ মাসেই বাকি ওমরাহগুলো সম্পন্ন করেছিলেন।
– বর্তমান সময়েও অধিকাংশ হজ পালনকারীরাও জিলকদ মাসেই ওমরাহ পালন করে থাকেন।