ফাঁকা রাস্তায় ব্যাট বল নিয়ে নেমে পড়া বাঙালিদের ঐতিহ্য। তাই লকডাউনের এ ফাঁকা রাস্তায় খেলা চলছে। সেই খেলা খেলছেন সৌরভ গাঙ্গুলিও।
সারা বিশ্বে খেলা বন্ধ। মাঠে খেলা নেই, কখন খেলা ফিরবে তাও জানেননা কেউ। এমন সময় মাঠের ক্রিকেট ছেড়ে গলির ক্রিকেটের মজা নিতে দেখা গেলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতিকে।
কিশোরদের ক্রিকেট খেলতে দেখে আর নিজেকে বাধা দিতে পারলেন না। ব্যাট হাতে তুলে নিলেন। ফাঁকা গলিতে উইকেটের চারদিকে বাহারি সব শট খেললেন।
ঠিক যেন সেই মাঠের সৌরভ। এতদিন পর দাদার হাতে ব্যাট আর চোখ ধাঁধানো সব শট, সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দী করতে ভুল হলো না উপস্থিতদের। ভারতীয় ক্রীড়া সাংবাদিক অমিত শাহ তার ফেসবুক পেজে শেয়ার করেছেন সে ভিডিও।
১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত ১৬ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১ টি ওয়ানডে খেলেছেন বাঙালির এই গর্ব। ভারতীয় ক্রিকেটে দিনবদলের কারিগর ভাবা হয় সৌরভকে। তার নেতৃত্বেই বড় বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে শিখেছে ভারত।
लॉकडाउन के दिनों में विश्व के तमाम खेलों पर ब्रैक लग गयाहै.. अब आप एक स्पोर्टसमेन को खेल से दूर कैसे रख सकते है.. कहते हैं शेर भले ही बूढ़ा हो जाए मगर शिकार करना कभी नहीं भूलता.. और जब बात विश्व के एक समय के बेहतरीन ओपनर की हो रही हो तो क्या कहने.. कोलकाता में अपने इलाक़े में बच्चों को क्रिकेट खेलते देख हम सभी के चहेते ‘दादा’ यानि की सौरव गांगुली अपने आपको रोक नहीं पाए और बल्ले के साथ अपनी पसंदीदा शॉट्स खेलते हुए गल्ली क्रिकेट का आनंद लिया. Dada Fans Bengal SOURAV GANGULY FANS WORLD Boria Majumdar Indian Cricket Team ICC – International Cricket Council ABP News Star Sports Sports Fever Sports Tak Cricketor Cricket.com Wah Cricket ABP News #SouravGanguly #indincricketteam @cricket #cricketfans
Posted by Amit Shah on Friday, May 8, 2020