একটা রাতের গল্প লিখতে চেয়েছিলাম পিথিয়া ,
নাহ! কোন বেশ্যার দখলে যাওয়া রাতের গল্প না
মধ্যরাতে আমার ভারী নিঃশ্বাসের গল্প
রাতজাগা তারার দ্ব্যর্থহীনতার গল্প
তোমার প্রেমপত্রের নাম ভূমিকায়।
যৌবন কেঁপে ওঠা সেই অঘোরের গল্প
শেষরাত্রিতে, কপাল ভাঁজে রাখা আমার দুঃস্বপ্ন
আর ক্ষণজন্মা নিকোটিনে তোমার গল্প।
সবশুদ্ধ, এই অসমাপ্ত কবিতার গল্প
আমি মৃত…!
অসংখ্যবার…!
আমি মৃত…!
শাতিল শাহরিয়ার