শাহরুখের ছেলের সাথে ক্যাটরিনার বোন


শাহরুখের ছেলের সাথে ক্যাটরিনার বোন
শাহরুখের ছেলের সাথে ক্যাটরিনার বোন

এবার আলোচনায় শাহরুখের ছেলে আরিয়ান খান ও ক্যাটরিনার বোন ইসাবেলা কাইফের সম্পর্ক।

সোশ্যাল মিডিয়ায় তাদের ভাইরাল বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে। অভিনেত্রী শ্রুতি চৌহনের জন্মদিনে হাজির ছিলেন ক্যাটরিনার বোন ইসাবেলা এবং আরিয়ান খান।

 

রুপালি পর্দায় শাহরুখ ও ক্যাটরিনার রসায়ন দাগ কেটেছে দর্শক মনে। তবে পর্দার বাইরে কি শিগগির নতুন কোনও সম্পর্ক তৈরি হবে এই দুই তারকার।

বন্ধু শ্রুতি চৌহনের জন্মদিনের পার্টিতে কাছাকাছি হয়েছেন আরিয়ান-ইসাবেলা। মাদকবিতর্ক এখন অতীত! এনসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন আরিয়ান।

একসঙ্গে পার্টি করছেন, সময় কাটাচ্ছেন আরিয়ান-ইসাবেলা! তাহলে কি দুজনের বন্ধুত্ব জমে উঠেছে? তবে আরিয়ান-ইসাবেলা একফ্রেমে ধরা দেননি। শ্রুতির সঙ্গেই তাঁদের ছবি রয়েছে। আর এই একফ্রেমে ধরা না দেওয়া নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।

২০২১ সালের আক্টোবরে মুম্বাইয়ের কোর্ডেলিয়া ক্রুজ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ২০ জনকে। যাদের মধ্যে আরিয়ান ও তাঁর বন্ধু আরবাজ খানও ছিলেন।

গত ২৭ মে এনসিবি-র স্পেশাল ইনভেস্টিগেশন টিম মাদক মামলা থেকে বেকসুর খালাস পান আরিয়ান খান। সেই অপারেশনের দায়িত্ব ছিলেন তৎকালীন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এই মামলা নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিকমহলে শুরু হয়েছিল তুমুল টানাপোড়েন।

বর্তমানে নিজের ক্যারিয়ার গড়তে মনোযোগী এই তারকা-সন্তান। শোনা যাচ্ছে, পর্দার নেপথ্যে থেকে কাজ করতে ইচ্ছুক ২৪ বছর বয়সী আরিয়ান।

অন্যদিকে, ক্যাটরিনার মতো ইসাবেলা তাঁর ইন্দো-কানাডীয় প্রথম ছবি ‘ডক্টর ক্যাবি’ দিয়ে চিত্র জগতে প্রবেশ করেছেন। এই প্রোজেক্টের যৌথ প্রযোজক ছিলেন সালমান খান।