নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ‘গুণজান বিবির পালা’র মঞ্চায়ন




আগামীকাল সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে বৈশাখী নাট্যোৎসবে পদাতিক নাট্য সংসদ এর ৪১ তম প্রযোজনা ‘গুণজান বিবির পালা’র ১১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। এতে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, জয় মন্ডল, পুস্প, সালমান শুভ , আবু লিমন, শরীফুল ইসলাম, আবু সাইদ, মোঃ ইমরান খাঁন, তাসমী চৌধুরী, জিতু, জবা, শোভন, পৃথা, আকাশ, শারমিন, রোজাসহ আরো অনেকে।
নাটকটি সম্পর্কে সায়িক সিদ্দিকী বলেন, নাটকে অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। একটি থিয়েটার দল যারা কিনা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পথচলা দীর্ঘদিনের। সেই দলের প্রধান, নাটক প্রেমিক। নাটকের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজী তিনি। দলটির একটি নাটক পালা আকারে মঞ্চায়ন করা হবে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর’১৭ তারিখে বাংলাদেশ মহিলা সমিতির ড. নিলীমা ইব্রাহীম মিলনায়তনে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়।