বিমানে নাশকতার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪ জঙ্গি




বিমানে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) চার জঙ্গিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) সদস্যরা।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি জানান, গ্রেফতাররা মিরপুরের দারুস সালাম জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী ও জেএমবি সদস্য। এ বিষয়ে বিকেল ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ৪ সেপ্টেম্বর মিরপুর দারুস সালাম থানার বর্ধনবাড়ি এলাকায় একটি ভবনে জঙ্গি সন্দেহে অভিযান চালায় র‍্যাব। ওই ভবনের পঞ্চমতলায় জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী নিহত হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।