মুম্বাইয়ে ৫ তলা ভবন ধস, নিহত ১৬




বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টায় মুম্বাইয়ের পাকমোদিয়া স্ট্রিটের ভেন্ডি বাজার এলাকার মাওলানা শওকত আলী রোডে এ ঘটনা ঘটে।
জীর্ণ ওই ভবনটিতে নয়টি পরিবারের দুই ডজনেরও বেশি লোক বাস করতো বলে জানিয়েছেন এক কর্মকর্তা। ভবনটির নিচতলায় একটি মিষ্টির দোকানের গুদাম ছিল বলে জানা গেছে।
ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দল এবং দমকলের ১০ ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত আছে। ধসে পড়া ভবনটি ঘিঞ্জি একটি গলির ভিতরে। পুলিশ স্থানটি ঘিরে রেখেছে।
স্থানীয় পৌরসভার এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সকাল ৮টা ৪০ মিনিটে একটি কল রিসিভ করার পর ভবন ধসের কথা জানতে পারি। তাৎক্ষণিকভাবে দমকল কর্মীদের নিয়ে আটকে পড়া লোকদের উদ্ধারে ঘটনাস্থলে হাজির হই। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন লোক আটকা পড়েছেন বলে আশঙ্কা করছি আমরা’।
মঙ্গলবার মুম্বাইতে গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার দুই দিন পর ভবন ধসের ঘটনাটি ঘটল। ভারি বৃষ্টিপাতে জীর্ণ ভবনটি দুর্বল হয়ে ধসে পড়তে পারে বলে সন্দেহ করছিল পুলিশ। শহরের ডংরি মহল্লার এই এলাকাটি সরু গলিময় এবং পুরনো ভবনে ঠাসা। এসব ভবনের কোনো কোনোটি শতাধিক বছর পুরনো।
এর আগেও গত মাসে মুম্বাইয়ের অপর একটি এলাকায় একটি চারতলা ভবন ধসে ১৭ জন নিহত হয়েছিল।