দুর্গাপূজার মিষ্টিমুখ: ছানার ক্ষীর




আফসানা মেহনাজ
দেখতে দেখতে চলেই এল হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। তবে মিষ্টিমুখ ছাড়া উৎসব বেমানান। এই উৎসবের মৌসুমে একটু মিষ্টিমুখ না করলে কী চলে? আর মিষ্টিমুখ মানেই বাঙালির কাছে ঘরে তৈরি দারুণ মজার ক্ষীর।
তবে সাধারণ দুধের ক্ষীর আমরা কম বেশি সবাই খেয়েছি। আর তাই ক্ষীরকে একটু নতুনত্ব দিতে দূর্গা পূজায় রাখতে পারেন ছানার ক্ষীর।
আসুন দেখে নেয়া যাক ছানার ক্ষীর তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
দুধ                 দেড় লিটার
কনডেন্স মিল্ক  ১/২ কাপ
ছানা              ২৫০ গ্রাম
চিনি               স্বাদমত
এলাচ গুঁড়ো    হাফ চা চামচ
পেস্তা বাদাম    ১ টেবিল চামচ  (কুচি করে কেটে নেয়া)
কাজু বাদাম     ১ টেবিল চামচ  (কুচি করে কেটে নেয়া)
কিসমিস        ইচ্ছা
জাফরান        ইচ্ছা
প্রণালী 
প্রথমে ছানা ভালোভাবে মেখে ফেলুন। এবার তার থেকে ছোটো ছোটো বল তৈরি করুন। একটি পাত্রে পানি ঢেলে তা ফোটাতে থাকুন। পানি ফুটতে শুরু করলে চিনি দিয়ে দিন। এবার ছানার বলগুলো ফুটন্ত সিরায় ঢেলে আলতোভাবে নাড়তে থাকুন। খানিকক্ষণ ফোটানোর পর দেখবেন ছানার বলগুলোর ভেতরে রস ঢুকেছে। সিরা শুকিয়ে এলে চুলা বন্ধ করে দিন। ছানার বলগুলো হালকা ভাবে ভেঙ্গে নিন।
একটি পাত্রে দুধ ফোটাতে থাকুন। বেশ খানিকক্ষণ ধরে দুধ ফোটান। দুধ ফুটে ১ লিটার হয়ে এলে তার মধ্যে এলাচ গুঁড়ো, কিশমিশ ও কনডেন্স মিল্ক মেশান। এবার আস্তে আস্তে ছানাটা ছেড়ে দিন। পাত্রটি ঢাকান দিয়ে ডেকে দিন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন তৈরি ছানার পায়েস। ঠান্ডা হলে জাফরান, পেস্তা বাদাম ও কাজু বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।