ঘরেই তৈরি করুন দোকানের রসমালাই




আফসানা মেহনাজ
দোকানের মত মিষ্টি ঘরেও বানানো যায়। বাসায় বেড়াতে আসা অতিথির জন্যও সেটা বাড়তি চমক। আর ঘরের মিষ্টি খেতে একটু বেশি মিষ্টিও লাগতে পারে।
তাছাড়া ছানা, গুড়, দুধ সব উপকরণ তো হাতের কাছেই আছে। মিষ্টি কিনে আনতে হবে কেন তাহলে? তাহলে আসুন দেখে নেই ঘরে কিভাবে দোকানের মত রসমালাই তৈরি করব।
উপকরণ
ছানা                           এক কাপ
দুধ                             দেড় থেকে ২ লিটার
গোলাপজল                আধা টেবিল চামচ
জাফরান                    আধা চা-চামচ
চিনি                         এক কাপের তিন ভাগের চার ভাগ
বাদাম ও পেস্তা কুচি     ১ টেবিল চামচ।
প্রণালি
ছানা মসৃণ করে ছেনে নিয়ে মাঝারি আকারের মিষ্টি তৈরি করুন। পাতলা শিরা তৈরি করে মিষ্টিগুলো গরম শিরায় ছেড়ে ৭-৮ ঘণ্টা ডুবিয়ে রাখুন। গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। দুধ জ্বাল দিয়ে কিছুটা জমে এলে অল্প অল্প করে চিনি দিয়ে নাড়ুন যেন সর না পড়ে। দুধ বেশ ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।
এবার সার্ভিং বোলে শিরা থেকে মিষ্টি ছেঁকে ওঠান। গোলাপজল ও জাফরান মিশিয়ে নিন। অর্ধেক জাফরান-গোলাপজল দুধে ছিটিয়ে দুধ মিষ্টির ওপর ঢেলে দিন। বাকি গোলাপজল-জাফরান মিষ্টির ওপর ছিটিয়ে দিন। এবার বাদাম ও পেস্তা কুচি দিয়ে মনের মতো করে সাজিয়ে পরিবেশন করুন।
ঘরে তৈরি গোলাপজামের রেসিপি পেতে পড়ুন;

এবার ঘরেই তৈরি করুন গোলাপ জাম