করোনা আক্রান্তের ঝুঁকি এইসব গ্রুপের রক্তে বেশি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


করোনা ভাইরাস নিয়ে গবেষকদের গবেষণার যেন অন্ত নেই। প্রতিনিয়তই এই ভাইরাস নিয়ে বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবার এরকমই একটি তথ্য জানালেন তারা।

রক্তের গ্রুপের সাথে করোনাভাইরাস সংক্রমণের কোনো সম্পর্ক আছে কী না তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। যথাযথ সতর্কতার অভাবে য়ে কোনও রক্তের গ্রুপের মানুষের ক্ষেত্রেই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

একটি গবেষণায় বলা হয়েছিল, যাদের ব্লাড গ্রুপ A, তাদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি।

সম্প্রতি জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, যাদের ব্লাড গ্রুপ AB, তাদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি। একইভাবে O গ্রুপের রক্তের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেকটাই কম।